ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত অন্তত ৩১

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) এক জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শত শত মানুষ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কারুর জেলায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম জানায়, আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মধ্যে ৬ শিশু, ৯ পুরুষ ও ১৬ নারী রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমর্থকরা প্রায় ছয় ঘণ্টা ধরে বিজয়ের আগমনের অপেক্ষায় ছিলেন। তিনি দেরিতে পৌঁছালে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বক্তব্য দেওয়ার সময় পরিস্থিতি আরও জটিল হলে বিজয় বক্তৃতা থামিয়ে পানির বোতল বিতরণের চেষ্টা করেন। তবে ততক্ষণে হুড়োহুড়িতে বহু মানুষ পদদলিত হন। ভিড় এতটাই তীব্র ছিল যে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়।

পুলিশ জানিয়েছে, জনসভায় অন্তত ৩০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। খবর পেয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রশাসনকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন। স্বাস্থ্য মন্ত্রী এম সুব্রামনিয়ান ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন।

এদিকে, ঘটনাকে অবহেলার ফল বলে দাবি করে থালাপতি বিজয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ক্ষমতাসীন দল ডিএমকে। তাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *