
ঢাকা, ২৬ মে ২০২৫:
বাংলাদেশ সচিবালয়ে মঙ্গলবার (২৭ মে) দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সোমবার (২৬ মে) রাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব আবদুল্যাহ আল জাবেদ স্বাক্ষর করেন। তাতে বলা হয়, “অনিবার্য কারণবশত আগামীকাল ২৭ মে মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
বিশেষ সূত্রে জানা গেছে, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সচিবালয়ে চলমান কর্মবিরতি ও আন্দোলন ঘিরে বাড়তি সতর্কতার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। দর্শনার্থী নিষেধাজ্ঞা কবে পর্যন্ত বহাল থাকবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সচিবালয়ে প্রবেশে আগ্রহী নাগরিকদের আগামীকাল বিকল্প পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।