বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাদকাসক্ত, ভবঘুরে, ও পাগল মুক্ত করতে উচ্ছেদ অভিযান

আজকে প্রক্টরিয়াল টিম, স্টেট অফিস এবং ডাকসুর সমন্বয়ে ক্যাম্পাস এরিয়া মাদকাসক্ত, ভবঘুরে ও পাগল মুক্তকরণ অভিযান পরিচালনা করি আমরা৷ এসময় ইয়া’বা, সুই, গাঁ’জা, ড্যান্ডি সহ বিভিন্ন মাদক উপকরণ জব্দ করা হয়৷ সাথে ধারা’লো ছুরি, ব্লেড, কাচি সহ বিভিন্ন বিভিন্ন অ’স্ত্র পাই। এগুলো মেইনলি ছিন’তাইয়ের কাজে ব্যবহৃত হয়৷ এছাড়াও যৌ’নপল্লীর বিজ্ঞাপনের কার্ড, নগদ কিছু টাকা পাই। জব্দকৃত এসব দ্রব্যাদি সহ একজনকে শাহবাগ থানায় সোপর্দ করেছি।

প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, এই অভিযান আমাদের সাময়িক অভিযান। আমরা দীর্ঘস্থায়ী সমাধানের পথেই হাটছি। অলরেডি একটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমনসব মানুষ যেন ক্যাম্পাস এরিয়ায় ঢুকতেই না পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করছি আমরা৷

কিন্তু এটা যেহেতু একটু সময়সাপেক্ষ ব্যাপার তাই পুরোপুরি বাস্তবায়নের আগ পর্যন্ত সময়েও যেন আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় না ভুগে সেই লক্ষ্যেই পরিচালিত হয় আজকের এই অভিযান।

যুবাইর বিন নেছারী (এবি জুবায়ের)
সমাজসেবা সম্পাদক, ডাকসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *