বাড়ির উঠান থেকে প্রথম শ্রেণির ছাত্রকে নিয়ে গেল চিতাবাঘ, পড়ে রইল খোলা বই

ভারতে ফের চিতাবাঘের হানায় মৃত্যু হয়েছে প্রথম শ্রেণির এক ছাত্রের। ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়ের’ শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় পুনের জুন্নারের কুমশেত গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, শিশুটির নাম সিদ্ধার্থ প্রবীণ কেড়কর। গ্রামের ঠাকর বস্তিতে সিদ্ধার্থদের বাড়ি। তাদের বস্তিতে মাত্র ১০-১৫টি বাড়ি রয়েছে।

জানা গেছে, মা-বাবা দুজনেই দিনমজুর হিসেবে কাজ করেন। ঘটনার দিনও তারা কাজে ছিলেন। তাদের ছয় বছরের শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। পড়াশোনার প্রতি তার ঝোঁক মা-বাবার মনে আশার সঞ্চার করত। কিন্তু একটি ঘটনা মা-বাবার সব স্বপ্ন উলটপালট করে দিল।

শিশুটি কিছু একটা ভেবে বই নিয়ে বাড়ির উঠানে পড়তে যায়। সেখানে তাকে আক্রমণ করে চিতাবাঘ। খোলা বই পড়ে থাকে উঠানে। চিতাবাঘ শিশুটিকে কামড়ে টেনেহিঁচড়ে বনের দিকে নিয়ে যায়। পরে স্বজনরা শিশুটিকে না পেয়ে মা-বাবাকে খবর দেন। প্রতিবেশীদের নিয়ে ব্যাপক খোঁজাখুঁজি করে বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে শিশুটির ক্ষতবিক্ষত মৃতদেহ পান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *