ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যদেশের খসড়া প্রকাশ

উচ্চশিক্ষার সুযোগ প্রসার ও গবেষণার আধুনিকতর পরিবেশ নিশ্চিত করতে সরকার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া প্রকাশ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ে জ্ঞান ও গবেষণায় অগ্রগতি এবং ঢাকা মহানগরে সরকারি বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা বিবেচনায় এ বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

খসড়া অনুযায়ী, নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এতে বলা হয়েছে, বিজ্ঞান, প্রযুক্তি ও বহুমাত্রিক শিক্ষার বিস্তারের জন্য রাজধানীতে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার অভিজ্ঞতার পর একটি নতুন সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে।

অধ্যাদেশের প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, সংসদ অধিবেশন না থাকায় এবং বিষয়টি জরুরি হওয়ায় রাষ্ট্রপতি সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে এ অধ্যাদেশ জারি করবেন।

খসড়ায় বলা হয়েছে, আইনটির সংক্ষিপ্ত শিরোনাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫, এবং এর কার্যকারিতা অবিলম্বে শুরু হবে। বিস্তারিত আসছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *