
মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। কমিশন জানায়, প্রার্থীদের অনুরোধে ১২ অক্টোবরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী ১৯ জনের প্রার্থীতা বাতিল হয়েছে, যাদের মধ্যে দুজন ভিপি ও একজন জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
এবারের কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে ১ হাজার ১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন, যার মধ্যে ৯৩১ জন তা জমা দিয়েছেন। ভিপি পদে ২৫, আর জিএস ও এজিএস পদে ২২টি করে মনোনয়ন জমা পড়ে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৭ জন। সবশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ৮ নভেম্বর।