
অন্তর্বর্তী সরকারে সব দলের সুপারিশে উপদেষ্টা থাকা সত্ত্বেও ব্যর্থতার দায়ভার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ওপর চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে ‘মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’ বিষয়ক তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “গণমাধ্যমের দ্বিমুখী আচরণ বন্ধ না হলে অদৃশ্য ষড়যন্ত্রকারীরা আরও শক্তি সঞ্চয় করবে। মিডিয়া ও সেনাবাহিনীর যে অংশ দেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধেই আমরা একা লড়েছি। আমরা সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলেছি।”
তিনি অভিযোগ করেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপি নেতাদের চরিত্রহনন করা হয়েছে। “গত ৫ আগস্ট কক্সবাজার সফর নিয়ে গুজব ছড়ানো হয় যে আমরা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছি। আমরা মিডিয়া বিরোধী নই, তবে বস্তুনিষ্ঠতা চাই।”
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আলোচনার টেবিলেই সমস্যার সমাধান সম্ভব। তবে পিআর সিস্টেমে নির্বাচন হলে জনগণই সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, শুধু ছাত্রদের সরকার থেকে সরে আসার আহ্বান জানানো যথেষ্ট নয়, ছাত্রদের মধ্যেও সেই তাগিদ থাকতে হবে। এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে সংবিধানে বাস্তবায়ন বিষয়ে বিচারবিভাগের মতামত নেই বলেও মন্তব্য করেন তিনি।