ভোটার তালিকায় কারচুপির অভিযোগে তোলপাড় ভারতীয় রাজনীতি

ভারতে ভোটার তালিকায় কারচুপির অভিযোগকে কেন্দ্র করে ফের তোলপাড় শুরু হয়েছে। বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধির অভিযোগ— বেছে বেছে কংগ্রেস, দলিত ও আদিবাসী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। এ কাজে বিভিন্ন সংস্থা ও কল সেন্টারকে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এর জবাবে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গত মাসেই ভোটার তালিকায় কারচুপি ও নির্বাচন কমিশনের বিজেপিপন্থী অবস্থানের অভিযোগে ‘ভোটার অধিকার যাত্রা’ কর্মসূচির ডাক দিয়েছিলেন রাহুল গান্ধি। ওই কর্মসূচিতে অংশ নেয় আরজেডি, ডিএমকে-সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফের বিস্ফোরক অভিযোগ তোলেন কংগ্রেস নেতা। তিনি বলেন, পরিকল্পিতভাবে ভোটার তালিকা পরিবর্তন করা হয়েছে। নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে নকল আবেদন করে আসল ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। যেসব কেন্দ্রে কংগ্রেস শক্তিশালী, সেগুলোকেই টার্গেট করা হয়েছে। এ বিষয়ে সিআইডি ইতোমধ্যে নির্বাচন কমিশনকে ১৮ বার চিঠি দিলেও কোনো জবাব পাওয়া যায়নি বলেও অভিযোগ তার।

রাহুলের অভিযোগের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তৈরি হয়। বিজেপি নেতারা তার মন্তব্যের তীব্র সমালোচনা করে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক পর্যায়ে রাহুলকে উপহাস করে বলেন, বিহারে যাত্রা কর্মসূচি করার মূল উদ্দেশ্য ছিল অবৈধভাবে বসবাসরতদের স্বার্থ রক্ষা করা। অথচ এই অবৈধরাই স্থানীয়দের চাকরি, ব্যবসা ও বিভিন্ন সুযোগ-সুবিধায় ভাগ বসাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *