
ঢাকা, ২৬ মে ২০২৫:
নানা অনিয়ম ও ঋণ কেলেঙ্কারিতে জর্জরিত ছয়টি বেসরকারি ব্যাংককে একীভূত করে সাময়িকভাবে সরকারের মালিকানায় নেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের জুলাইয়ের মধ্যেই এই একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর বলেন, “আমরা আশা করছি, জুলাইয়ের মধ্যেই এই ছয়টি ব্যাংককে সরকারের অধীনে এনে প্রয়োজনীয় মূলধন জোগান দিতে পারব। ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংক তাদের তারল্য সহায়তা দিয়েছে।”
একীভূতির তালিকায় রয়েছে:
- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
- সোশ্যাল ইসলামী ব্যাংক
- ইউনিয়ন ব্যাংক
- গ্লোবাল ব্যাংক
- এক্সিম ব্যাংক
- ন্যাশনাল ব্যাংক
এই ছয়টির মধ্যে প্রথম পাঁচটি ব্যাংকই দীর্ঘদিন ধরে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। আর ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পরিচালনায় ছিলেন নজরুল ইসলাম মজুমদার।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই এসব ব্যাংক ঋণ বিতরণে অনিয়ম, মূলধন ঘাটতি ও তারল্য সংকটে ভুগছিল। ব্যাংক খাতের স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপকে সময়োপযোগী বলেই মনে করছেন অনেকেই।
তবে এই একীভূতকরণ কার্যক্রম কতটা স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং সরকারের অধীনে আসার পর এসব ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম কত দ্রুত সচল হবে, সে বিষয়ে সংশয় রয়ে যাচ্ছে গ্রাহক ও বাজার বিশ্লেষকদের মাঝে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এসব ব্যাংককে নতুন কাঠামোর আওতায় এনে পুঞ্জীভূত ক্ষতি নিরসন ও ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হবে।