গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেলো ৫১ ফিলিস্তিনির

গাজায় আরও ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েলি আগ্রাসন। সামরিক অভিযান আরও বিস্তৃত করে বিশেষভাবে গাজা সিটিতে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বিচার হামলায় উপত্যকায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৫১ জন ফিলিস্তিনি। এতে বিধ্বস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাপন। স্থানীয়রা বলছেন, ক্রমাগত হামলার কারণে পুরো শহর এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

খান ইউনিসে কুয়েত ফিল্ড হাসপাতালের সামনে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের তাঁবুতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে তিনজন নিহত এবং ২১ জন গুরুতর আহত হয়েছেন। একই শহরে অপর একটি বোমা হামলায় প্রাণ গেছে আরও ছয়জনের। এ ছাড়া ইসরায়েল নিয়ন্ত্রিত একটি ত্রাণকেন্দ্রে গুলিতে কমপক্ষে ১২ জন মারা গেছেন। এদিকে, গাজা সিটি দখলের লক্ষ্যে বিমান হামলার পাশাপাশি ট্যাংক নিয়ে পদাতিক সেনাদের স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল। সামরিক সূত্র বলছে, অঞ্চলটিতে হামলার মাত্রা আরও বাড়ানোর পরিকল্পনা করছে তারা। বর্তমানে প্রায় ১০ লাখ মানুষ অবরুদ্ধ হয়ে মানবিক সংকটে পড়েছেন।

এদিকে, গাজায় অনাহার ও অপুষ্টিতে মৃত্যু অব্যাহত রয়েছে। সর্বশেষ ১০ জনের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে দুটি শিশু রয়েছে। এ নিয়ে উপত্যকায় অনাহারে মৃতের সংখ্যা দাঁড়াল ৩১৩ জনে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, খাদ্য ও ওষুধ সংকট, অবরোধ এবং নিরবচ্ছিন্ন বোমাবর্ষণ মিলিয়ে গাজার পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। প্রায় দুই বছর ধরে চলমান এই আগ্রাসনে প্রাণহানির সংখ্যা ৬৩ হাজারের কাছাকাছি পৌঁছেছে, যা ইতিহাসে এক নজিরবিহীন মানবিক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *