লুট হওয়া সাদাপাথর উদ্ধারে কাল থেকে কঠোর অভিযান

সিলেট জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ২৬ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। তবে এখানেই অভিযান থেমে নেই। তিনি ঘোষণা দেন, আগামীকাল বুধবার (২৭ আগস্ট) থেকে লুট হওয়া অবশিষ্ট পাথর উদ্ধারে আরও কঠোর অভিযান চালানো হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা প্রশাসনের দেওয়া ৩ দিনের আল্টিমেটাম শেষ হওয়ার পর পুলিশ সুপার মাহবুবুর রহমানকে সঙ্গে নিয়ে সাদাপাথর এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডিসি সারওয়ার আলম বলেন, এখন পর্যন্ত জব্দ হওয়া ২৬ লাখ ঘনফুট পাথরের মধ্যে ব্যবসায়ীরা স্বেচ্ছায় ফেরত দিয়েছেন মাত্র ৬ লাখ ঘনফুট। অপরদিকে অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে ১৯ লাখ ঘনফুট পাথর। উদ্ধার হওয়া এসব পাথরের মধ্যে প্রায় ১২ লাখ ঘনফুট ইতোমধ্যে সাদাপাথর এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে। তিনি আরও জানান, প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম বরদাস্ত করা হবে না।

এ সময় পাথর প্রতিস্থাপন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন জেলা প্রশাসক সারওয়ার আলম ও পুলিশ সুপার মাহবুবুর রহমান। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে পাথর লুটের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রশাসনের কঠোর পদক্ষেপে সাধারণ মানুষ আশাবাদী যে, এবার অবৈধ দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *