
গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে যখন উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে, ঠিক সেই সময়েই ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এই যুদ্ধের ইতি ঘটতে যাচ্ছে। সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, “আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আপনারা এ যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন।” তার এই বক্তব্যের পরপরই আন্তর্জাতিক অঙ্গনে নানা জল্পনা শুরু হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, যুদ্ধের অবসান এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ একদিকে ক্ষুধা, চিকিৎসার অভাব ও মানবিক সংকট, অন্যদিকে অব্যাহত হামলায় প্রাণহানি প্রতিদিন বেড়েই চলেছে। যদিও এর আগে তার প্রশাসন একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বরং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে। ফলে অনেকেই মনে করছেন, ট্রাম্পের এ ঘোষণা কেবল রাজনৈতিক কৌশলও হতে পারে।
উল্লেখ্য, ট্রাম্প এমন সময়ে এই মন্তব্য করলেন যখন ইসরায়েলি বাহিনীর পরপর হামলায় গাজার নাসের হাসপাতালে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ছয় সাংবাদিক, যাদের মধ্যে রয়টার্স ও আল জাজিরার সংবাদকর্মীরাও ছিলেন। এই মর্মান্তিক ঘটনার পর বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। এখন দেখা বাকি, ট্রাম্পের ঘোষিত সময়সীমার মধ্যে সত্যিই যুদ্ধের সমাপ্তি ঘটে কি না, নাকি এটি থেকে যাবে আরেকটি কূটনৈতিক প্রতিশ্রুতির তালিকায়।