
কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে শুরু হওয়া তিন দিনের আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কক্সবাজারের ইনানির বে ওয়াচ হোটেলে আয়োজিত এই সম্মেলনে তিনি উদ্বোধনী বক্তব্য রাখেন। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তিনি। উল্লেখ্য, রোববার বিকেল ৫টায় প্রথম অধিবেশনে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে একটি বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে আলোচনায় উঠে আসে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা।
প্রথম দিনের আলোচনায় রোহিঙ্গা নেতারা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কারণে তারা দীর্ঘদিন ধরে শরণার্থী জীবনে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। সম্মেলনে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ, রাজনীতিবিদসহ রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা। জাতিসংঘসহ উন্নয়ন সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানও এই সংলাপে যুক্ত হয়েছে। মূল অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানাবেন বলে জানা গেছে।
স্টেকহোল্ডারদের নিয়ে এই আন্তর্জাতিক সংলাপ আয়োজন করেছে রোহিঙ্গা ইস্যুবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ আগস্ট শুরু হওয়া এই সম্মেলন চলবে ২৬ আগস্ট পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংলাপে প্রাপ্ত সুপারিশ ও প্রস্তাবনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক মহলে উপস্থাপন করা হবে। এদিকে, আজ দুপুর ১টার পর কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের।