নির্বাচন সঠিকভাবে না হলে সরকারকে ঘৃণা করবে মানুষ

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন না করতে পারলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের ঘৃণা জন্ম নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এমন পরিস্থিতি হলে তা নোবেল বিজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বড় এক কালিমা হয়ে থাকবে।

রোববার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির আবশ্যিকতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। জামায়াতের নায়েবে আমির অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল চিকন গলি দিয়ে কেন্দ্র দখল করে ক্ষমতায় যেতে চায়, তবে জনগণ এখন সচেতন, বাংলাদেশে তা আর সম্ভব হবে না এবং হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জামায়াত নির্বাচনে যেতে চায়, তবে তার আগে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আইনি কাঠামো নিশ্চিত করতে হবে। সেই কাঠামোর ওপর ভিত্তি করেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। এ সেমিনারের আয়োজন করে ‘দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট বাংলাদেশ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *