
বাংলাদেশের আকাশে আজ রবিবার (২৪ আগস্ট) ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২৫ আগস্ট সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। আর পরশুদিন অর্থাৎ ২৬ আগস্ট থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সভায় জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বাংলাদেশের আকাশে রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি। এ ছাড়া সভায় চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে কাজ করার জন্য ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।