জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রোববার (২৪ আগস্ট) দুপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে এই দুই নেতার মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, আলোচনায় মূলত মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলো কীভাবে শক্ত অবস্থান নিতে পারে এবং ঐক্যবদ্ধভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়েই বিস্তারিত আলাপ হয়।

তিনি আরও জানান, মুসলিম দেশগুলো যদি একসঙ্গে নেতৃত্ব দেয় তবে বৈশ্বিক পরিসরে তাদের প্রভাব বাড়বে। পাশাপাশি প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তান কীভাবে পারস্পরিক স্বার্থ ও সম্ভাবনা নিয়ে কাজ করতে পারে, সে বিষয়েও আলোচনা হয়। এই সাক্ষাৎকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইতিবাচক একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *