
পাবনায় পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে মেহেদী মাসুদ পাভেল (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন যুবক। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আহত সজিব মোল্লা ওরফে ইমরান একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইসলামপুর গ্রামের জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিনসহ কয়েকজনের সঙ্গে পাভেলের বিরোধ চলছিল। শনিবার রাতে ইসলামপুর ব্রিজ এলাকায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে পাভেল ও সজিবকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজিব বর্তমানে চিকিৎসাধীন।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তদের একজনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। এদিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।