প্রতি মাসে গাজায় ১৩ জন সাংবাদিক নিহত হচ্ছেন

গত ২২ মাসে চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে প্রায় ২৭০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। প্রতি মাসে গড়ে ১৩ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শিরিনডটপিএস-এর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে। শিরিনডটপিএস-এর নামকরণ করা হয়েছে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলাহ-এর নামে, যাকে ২০২২ সালে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করে।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (CPJ) জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সাংবাদিক হত্যাকাণ্ড ও আটক অত্যাচারের কারণে এক ভয়াবহ সংবাদশূন্যতা তৈরি হয়েছে। যার ফলে সম্ভাব্য যুদ্ধাপরাধের অনেক তথ্য প্রকাশ না হওয়ার ঝুঁকিতে রয়েছে। জুন মাসে CPJ এবং একাধিক সংবাদমাধ্যম একটি খোলা চিঠি প্রকাশ করে উল্লেখ করে, ফিলিস্তিনি সাংবাদিকরা শুধু তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের হুমকি ও ঝুঁকির মধ্যে রয়েছেন।

আন্তর্জাতিক নিন্দার পরও, সাংবাদিকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েল শুধু সাংবাদিকদের হত্যা করছে না, বরং সাংবাদিকতাকেই আক্রমণ করছে — গণহত্যার প্রমাণ সংগ্রহে বাধা দিয়ে।’ এ পরিস্থিতি বিশ্বজুড়ে সাংবাদিকতার স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার জন্য এক গভীর সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *