
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মার্কিন শুল্ক ইস্যুতে শেষ পর্যন্ত উভয়পক্ষই লাভবান হয়েছে। বাংলাদেশ তার বিদ্যমান বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে সক্ষম হয়েছে এবং দেশের রফতানি বাজারও ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। শনিবার (২৩ আগস্ট) সকালে ‘ট্রাম্প টারিফ’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শুল্ক ইস্যুকে কেন্দ্র করে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে কেউ সফল হতে পারেনি। বরং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে কাজ করছে। ইতোমধ্যে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নতুন ক্রয় আদেশও বাড়তে শুরু করেছে বলে জানান প্রেস সচিব।
আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, কেবল যুক্তরাষ্ট্র নয়, জাপান, কোরিয়া এবং ইউরোপের সঙ্গেও বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে হবে। একই সঙ্গে মার্কিন শুল্ক হার আরও কমানোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রথমে বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেও গত ৩১ জুলাই তা কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।