
খুব শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। শুক্রবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্প খাতে দুই দেশের যৌথ উদ্যোগে কাজ করার বিশাল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচনের কথাও উল্লেখ করেন তিনি।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জানান, আগামী ২৪ আগস্ট দুই দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) চুক্তি সই হবে। এর মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের রোডম্যাপ তৈরি করা হবে। তিনি বলেন, শুধু ফ্লাইট চালুই নয়, বরং দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে পণ্য পরিবহন, শিল্প বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রেও সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে জয়েন্ট ইকোনমিক কমিশনও কাজ করবে। পাশাপাশি চট্টগ্রাম ও করাচির মধ্যে সরাসরি ফিডার সার্ভিস চালুর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি আসবে এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।