নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, কর ফাঁকিও সহজ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, নগদ লেনদেন দুর্নীতি ও কর ফাঁকিকে উৎসাহিত করে। তাই দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ক্যাশলেস লেনদেন বাড়ানো এখন সময়ের দাবি। বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীতে আয়োজিত উন্নয়ন কৌশল বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। গভর্নর মনে করেন, নগদ লেনদেনের ওপর নির্ভরশীলতা যত দ্রুত কমানো যাবে, অর্থনৈতিক স্বচ্ছতা তত দ্রুত নিশ্চিত হবে।

তিনি বলেন, বাংলাদেশের ক্যাশলেস সোসাইটির ভিত্তি ইতোমধ্যেই শক্ত হচ্ছে এবং আগামী ৭ থেকে ৮ বছরের মধ্যে দেশটি এশিয়ার একটি বড় ক্যাশলেস ইকোনমি হাবে পরিণত হবে। তবে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য প্রযুক্তি নির্ভর লেনদেন, কর প্রদানে স্বচ্ছতা ও আর্থিক অন্তর্ভুক্তিকে সমান গুরুত্ব দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় নতুনত্ব আনতে না পারলে সামষ্টিক অর্থনীতি টেকসই হবে না।

গভর্নর আহসান এইচ মনসুর আরও জানান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ‘ন্যানো লোন’ ধারণা সাধারণ মানুষের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার মানুষ এ ধরণের ক্ষুদ্র ঋণ নিচ্ছেন। ইতোমধ্যেই প্রায় ৭ হাজার কোটি টাকা ন্যানো লোন আকারে বিতরণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সেবাটি শুধু গ্রামীণ অর্থনীতিতেই নয়, শহুরে খাতেও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *