পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি, থাকবে খাল খনন কর্মসূচিও

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানো হবে। পাশাপাশি খাল খনন কর্মসূচি পুনরায় চালুরও পরিকল্পনা নিয়েছে দলটি। তিনি বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি টেকসই উন্নয়নের জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

তারেক রহমান বলেন, “নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে রাষ্ট্র ও রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে যাবে।” তিনি গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। তার দাবি, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য জনগণের মনে প্রশ্ন তৈরি করছে। অথচ জনগণকে শক্তিশালী করার অন্যতম প্রধান মাধ্যমই হলো নির্বাচন। তিনি সতর্ক করে বলেন, “নানারকম শর্ত আরোপ করে যদি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি হয়, তবে গণতন্ত্রে উত্তরণের পথ সংকটে পড়বে।”

ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, “নৃশংসতম ফ্যাসিস্টদের পতনের পর অহেতুক ইস্যুতে বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না, জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই।” বিএনপির এ নেতা জানান, তার দল আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে, যেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষাই হবে মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *