
সাতক্ষীরা সদরের বল্লী মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুর রহমানের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে সোমবার (১৮ আগস্ট) বেলা একটার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজার এলাকা ঘুরে আবারও স্কুলের সামনে গিয়ে শেষ হয়, এরপর সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুজ্জামান, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সিটি কলেজের প্রভাষক স্বপন, অভিভাবক প্রতিনিধি অলিয়ার রহমান এবং শিক্ষার্থী সোহানা সুলতানা। তারা সবাই শিক্ষকের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত বিচার দাবি জানান। বক্তারা বলেন, “বিদ্যালয়ের কার্যক্রম চলাকালীন সময়ে একজন শিক্ষকের ওপর হামলা পুরো শিক্ষা পরিবেশের জন্য হুমকি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, চব্বিশ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর আন্দোলনে নামা হবে। স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মানববন্ধন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং শিক্ষার পরিবেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।