
ঢাকা, ২৬ মে:
চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে তিনি টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরকালে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হবে এবং জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব দেবেন তিনি।
সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।
তিনি জানান, ২৮ থেকে ৩১ মে পর্যন্ত ড. ইউনূস জাপানে অবস্থান করবেন। ২৯-৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য ‘নিক্কেই ফোরাম’ সম্মেলনে অংশ নেবেন তিনি। এই সফরে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।
সফরে ঢাকা-টোকিও দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন অমীমাংসিত ইস্যুতে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রসচিব। তবে সামরিক খাত এ আলোচনার অগ্রাধিকার তালিকায় নেই বলে তিনি স্পষ্ট করেন। এছাড়া এয়ারক্রাফট সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়া ঢাকা-টোকিও সরাসরি বিমান চলাচল পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ড. ইউনূসের সপ্তম বিদেশ সফর। এর আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশন, আজারবাইজানে কপ-২৯, মিশরে ডি-৮ সম্মেলন, দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, চীন, থাইল্যান্ড এবং সর্বশেষ কাতার ও ভ্যাটিকানে সরকারি সফর সম্পন্ন করেছেন।
ড. ইউনূসের এই সফরকে অর্থনৈতিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।