
বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থী-শিক্ষকদের পরিবারদের পক্ষ থেকে আট দফা দাবি নিয়ে স্মারকলিপি দিতে গেলে তা গ্রহণ করেনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। অভিভাবকরা নিহত শিক্ষক-শিক্ষার্থীদের পরিবারপ্রতি ৭ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন—যার মধ্যে সরকারের পক্ষ থেকে ৫ কোটি এবং প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ২ কোটি টাকা দেওয়ার প্রস্তাব রাখা হয়। রবিবার (১৭ আগস্ট) দুপুরে কলেজের অধ্যক্ষ ও উপদেষ্টার কাছে এই স্মারকলিপি দেওয়ার চেষ্টা হলে কর্তৃপক্ষ তা নিতে অস্বীকৃতি জানায়। পরে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন অভিভাবকরা।
অভিভাবকরা জানান, কলেজ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিয়েই তারা এসেছিলেন। তবে সাংবাদিকদের সামনে স্মারকলিপি জমা দিতে চাইলেও কলেজ কর্তৃপক্ষ এতে রাজি হয়নি। অভিভাবকদের অভিযোগ, প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবেই গণমাধ্যমের সামনে স্মারকলিপি গ্রহণে অনীহা প্রকাশ করেছে। তারা জোর দিয়ে বলেন, নিহতদের পরিবার ন্যায়সংগত ক্ষতিপূরণের দাবি করছে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কলেজের আশ্বাস পেতে চায়।
এদিকে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল দাবি করেছেন, কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মী এবং তাদের দাবি বিবেচনা করে দেখবে। তবে তিনি বলেন, “আমরা চেয়েছিলাম তিন-চারজনের প্রতিনিধিদল স্মারকলিপি জমা দিক, কিন্তু অনেক অভিভাবক একসঙ্গে প্রবেশ করায় বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়।” পরিস্থিতি উত্তপ্ত হলেও কলেজ প্রশাসনের আশ্বাসে অভিভাবকরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করেন।