
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন আগামী ৩০শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার (১৭ আগস্ট) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “এই সম্মেলন কেবল রোহিঙ্গাদের জন্য নয়, বরং বিশ্ব সম্প্রদায়ের জন্যও আশু সমাধানের পথ নির্দেশ করার একটি বড় সুযোগ। আমরা চাই সেখানে রোহিঙ্গাদের কণ্ঠ, তাদের আশা-আকাঙ্ক্ষা এবং ভবিষ্যতের স্বপ্ন প্রতিফলিত হোক।”
তিনি আরও জানান, এই সম্মেলনের প্রস্তুতি হিসেবে আগামী ২৫শে আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হবে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক একটি আন্তর্জাতিক আলোচনাসভা। কক্সবাজারের এই সংলাপকে তিনি মূল সম্মেলনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন। তার মতে, এই আলোচনার মাধ্যমে জাতিসংঘের সম্মেলনে রোহিঙ্গাদের প্রকৃত অভিজ্ঞতা ও বার্তা বিশ্ব নেতাদের সামনে তুলে ধরা সম্ভব হবে, যা দীর্ঘমেয়াদে সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।
ড. খলিলুর রহমান আরও বলেন, একসময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় হারিয়ে যেতে বসেছিল। কিন্তু গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে প্রধান উপদেষ্টা একটি আন্তর্জাতিক সম্মেলন আহ্বানের প্রস্তাব দেন, যা তাৎক্ষণিকভাবে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ পর্যন্ত বিশ্বের ১০৬টি দেশ এ সম্মেলনের পক্ষে স্পন্সরশিপ দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে বিশ্ব সম্প্রদায় একসঙ্গে কাজ করে রোহিঙ্গা সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধানের একটি বাস্তবমুখী রূপরেখা খুঁজে পাবে।