নতুন সংবিধান প্রণয়নে বাধা দিলে, রাজপথে নামতে ১ সেকেন্ডও লাগবে না: আখতার

রাজধানীর বাংলামোটরে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করা হলে রাজপথে নামতে তাদের এক সেকেন্ডও লাগবে না। শনিবার (১৬ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, জুলাই সনদের ফাইনাল মতামত এখনো পাওয়া যায়নি, অথচ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইউনূস এ বিষয়ে পাশ কাটিয়ে যাচ্ছেন। তিনি দাবি করেন, কমিশনের আলোচনায় সংস্কার প্রস্তাবনাগুলো সঠিকভাবে উপস্থাপন হলেও বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক চাপের কারণে কমিশনের কার্যক্রম ম্রিয়মাণ হয়ে পড়েছে।

আলোচনায় আখতার হোসেন আরও বলেন, শেষ দিনের বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলগুলো কমিশনের কাছে স্পষ্টভাবে দাবি জানায় যেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কেবলমাত্র একটি পক্ষের সাথে আলোচনা না করে বরং সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য গড়ে তোলার জন্য কমিশনের পক্ষ থেকে যে জোরালো প্রচেষ্টা শুরু হয়েছিল, তা যেন চাপের মুখে থমকে গেছে।

এ সময়, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের একমাত্র সমাধান হলো গণপরিষদ নির্বাচন। তার মতে, জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক দলকে নয়, বরং জনগণকে সঙ্গে নিয়েই দেওয়া উচিত ছিল। অপরদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অন্তর্বর্তী সরকার প্রধানের লন্ডন সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে তীব্র সমালোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *