
আগামী জাতীয় নির্বাচন নিয়ে আবারও পরিষ্কার অবস্থান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যদি ভোটমুখী থাকে, তাহলে নির্বাচন ঠেকানোর সুযোগ কারও নেই। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সুষ্ঠু ভোট আয়োজনের আশ্বাস দেন।
চাঁদাবাজির প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেন, রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজির ঘটনা তুলনামূলকভাবে বেশি ঘটে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘চাঁদাবাজ যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেয়া হবে না।’ তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতোমধ্যেই কঠোর নির্দেশনা দেয়া হয়েছে যাতে জনগণ নির্বিঘ্নে বাজারে আসা-যাওয়া করতে পারে এবং ব্যবসায়ীরা নির্ভয়ে তাদের কার্যক্রম চালাতে পারেন।
এ সময় একজন সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন যে, একজন উপদেষ্টাকে ঘিরে নানা ধরনের চাঁদাবাজির অভিযোগ উঠেছে—এ বিষয়ে তার মতামত কী? তবে তিনি এ প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার এড়িয়ে যাওয়া উত্তর নির্বাচনের আগে সরকারকে আরও কঠিন প্রশ্নের মুখে ফেলতে পারে। যদিও সামগ্রিক বক্তব্যে তিনি জনগণের হাতে ক্ষমতার সর্বোচ্চ মর্যাদা তুলে ধরে বলেন, ‘স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই, প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে।’