‘বঙ্গবন্ধুর জন্য ২ বার খতম দিয়েছি’ স্ত্রী বললেন ‘মিথ্যা কথা, সারাবছর কোরআন পড়ার খবরই নেই’

১৫ আগস্ট আওয়ামী লীগ ঘোষিত জাতীয় শোক দিবসে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে যান মাওলানা ওয়ালিউল্লাহ নামে এক যুবক। স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি বঙ্গবন্ধুর বাড়ির সামনে পৌঁছালেও পুলিশি বাধার মুখে প্রবেশ করতে পারেননি। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ঘটে যাওয়া এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, বিশেষ করে এক ভিডিও ক্লিপে দেখা যায়, ওয়ালিউল্লাহ ব্যর্থ প্রচেষ্টার পর রিকশায় বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। তিনি বলেন, “বঙ্গবন্ধুকে আমি অনেক ভালোবাসি। আমি তার জন্য দুইবার কোরআন খতম দিয়েছি।”

তবে সেই মুহূর্তেই বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়, যখন তার স্ত্রী সরাসরি সাংবাদিকদের সামনে স্বামীর দাবি অস্বীকার করে বসেন। ভিডিওতে দেখা যায়, স্ত্রী বলেন, “এর মাথায় সমস্যা। সমস্যা না থাকলে এগুলো কেউ বলে? ডাহা মিথ্যা কথা, সারাবছর কোরআন খতমের কোনো খবরই নাই।” এমনকি তিনি সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, “আপনারা কী এগুলো (মাইক্রোফোন) সরাবেন? নাকি আপনারাও এর সাথে পাগল হয়ে গেছেন?” এই সংলাপ মুহূর্তেই নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

ওয়ালিউল্লাহ সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া এবং বাড়ি জিয়ারত করতে চাইলেও পুলিশ তাকে প্রবেশ করতে দেয়নি। “তারা বাধা দিয়েছে। আমি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি। খুব খারাপ লাগছে আমার,” যোগ করেন তিনি। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে পুলিশি বাধার সমালোচনা করলেও, অনেকেই ভিডিওতে ধরা পড়া দম্পতির তর্কাতর্কি নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *