ভোট নিয়ে সরকার ষড়যন্ত্র করলে জনগণই প্রতিহত করবে: ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, বহু আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন নিয়ে ইতোমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার যদি ভোট নিয়ে কোনো ধরনের কারসাজি বা ষড়যন্ত্র করে, তা বিএনপি নয়, দেশের জনগণই প্রতিহত করবে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কর্মজীবী দলের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্ট রক্ত দিয়ে যারা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে, তাদের সেই ত্যাগের উপর দাঁড়িয়ে অনেকে নতুন রাজনীতি শুরু করেছে। জনগণ দীর্ঘ ১৬ বছর ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করেছে। অথচ স্বাধীনতা বিরোধীরা এখন ভোটাধিকার নষ্ট করতে ‘পিআর পদ্ধতি’ প্রবর্তনের চেষ্টা করছে।

জয়নুল আবদীন ফারুক আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস যদি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হন, তবে ইতিহাসে তার নাম কলঙ্কিত হবে। তিনি দাবি করেন, এ দেশের মানুষ আর কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না এবং গণতন্ত্র রক্ষার জন্য সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *