ঢাবির হলে হঠাৎ অসুস্থ ছাত্রী, হাসপাতালে মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আসমা আক্তার লিজা (২০১৯-২০ শিক্ষাবর্ষ) হৃদযন্ত্রে টিউমার ও ফুসফুসে পানি জমার জটিলতায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষায় তার হার্টে টিউমার ধরা পড়ে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গ্রীন লাইফ মেডিকেলে স্থানান্তর করা হয়।

হলের সহপাঠীরা জানান, বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। লিজার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। হলের প্রাধ্যক্ষ ড. আলেয়া বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, “আমাদের হলের একজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম, আমি বর্তমানে হাসপাতালে আছি।”

লিজার বাড়ি নাটোর জেলায়। সহপাঠী দেদী আল ফরহাদ জানান, বাদ জুমা তাকে ক্যাম্পাসে আনা হবে এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। শিক্ষক, সহপাঠী ও পরিচিতজনরা লিজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *