
দেশের মানুষ এখন রাজনৈতিকভাবে অনেক পরিণত ও সচেতন, তাই নির্বাচনকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সরকার নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরেরঘর এলাকার শ্রী শ্রী অদ্বৈত মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও জানান, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর বর্তমান উপদেষ্টা পরিষদ তাদের পুরনো ঠিকানায় ফিরে যাবে। একই সঙ্গে, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ ও বিন্যাসের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ধর্ম উপদেষ্টা এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং মন্দির কমপ্লেক্সের নির্মাণকাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে।