
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া-দেওপাড়া সড়কের প্রায় সাড়ে ৭ কিলোমিটার অংশে কার্পেটিং তুলে বাড়িতে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি আসলে লুটপাট নয়, বরং সড়কের রক্ষণাবেক্ষণ ও বর্ধিতকরণের অংশ হিসেবেই কার্পেটিং উঠানো হয়েছিল। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ঘাটাইলের উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফজলুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান দুর্গা এন্টারপ্রাইজের ম্যানেজার মো. রাকিব বলেন, “আমরা রাস্তার মেরামতের কাজ করছিলাম, তাই কার্পেট তুলে পাশে রাখা হয়েছিল। এলাকাবাসী না বুঝে সেগুলো নিয়ে গেছে।” এ বিষয়ে প্রকৌশলী ফজলুর রহমানও জানান, কাজের প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনে হয়েছে এবং এসব কার্পেটিং কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবে না, কারণ রোদে এগুলো গলে যাবে।
স্থানীয় প্রশাসনের দাবি, ভাইরাল হওয়া ভিডিওটির কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে এবং ঘটনাটি লুটপাট হিসেবে ভুলভাবে ব্যাখ্যা পেয়েছে। প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এটি ছিল একটি স্বাভাবিক রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া যা কাজের ধারাবাহিকতার অংশ হিসেবে সম্পন্ন হয়েছে। এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করতে স্থানীয়দের সচেতন করা হবে।