
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়িত্বসহ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত সব তথ্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার কার্যালয়ে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক একেএম ইলিয়াসের হাতে এসব দায়িত্ব ও নথি তুলে দেন। এই হস্তান্তরের মাধ্যমে দীর্ঘদিনের অধিভুক্তি অধ্যায়ের অবসান ঘটিয়ে কলেজগুলো নতুন পথে যাত্রা শুরু করল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়কসহ সাত কলেজের অধ্যক্ষরা। বক্তারা জানান, এই পরিবর্তনের ফলে কলেজগুলোর প্রশাসনিক কার্যক্রম দ্রুততর ও স্বতন্ত্রভাবে পরিচালিত হবে।
চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ঢাবি উপাচার্য ও সাত কলেজের অধ্যক্ষরা সিদ্ধান্ত নেন, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে কলেজগুলোকে স্বতন্ত্রভাবে পরিচালনা করা হবে। আজকের হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন পেল। এখন থেকে ভর্তি কার্যক্রম, প্রশাসনিক নীতি ও শিক্ষাব্যবস্থার পুরো দায়িত্ব পালন করবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। শিক্ষা বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ কলেজগুলোর একাডেমিক স্বাধীনতা ও মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।