শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার আশপাশের যেসব এলাকায়

রাজধানী ঢাকা ও আশপাশের একাধিক এলাকায় আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ ও স্থানান্তর কাজের জন্য সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সীমিত সরবরাহ কার্যকর থাকবে। এতে ঢাকা ইপিজেড, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া এবং দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পার্শ্বের সব শ্রেণীর গ্রাহক সরাসরি প্রভাবিত হবেন।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, আশুলিয়া টিবিএস হতে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের ১২ ইঞ্চি ব্যাস ও ১৪০ পিএসআইজি চাপের লাইনে সংযুক্ত সকল গ্রাহক এই সীমাবদ্ধতার আওতায় পড়বেন। নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধের ফলে নিকটবর্তী অন্যান্য এলাকাতেও গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কমে যেতে পারে। কর্তৃপক্ষ ইতোমধ্যেই স্থানীয়দের আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে রান্না ও শিল্পকারখানার কাজ ব্যাহত না হয়।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে এবং ভবিষ্যতে সরবরাহের স্থিতিশীলতা আরও বৃদ্ধি পাবে। এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘমেয়াদে নিরাপদ ও কার্যকর গ্যাস বিতরণ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *