
আগামী সপ্তাহেই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কমিশনের সর্বশেষ বৈঠকে রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। রোডম্যাপ ঘোষণার মাধ্যমে দেশের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কাউন্টডাউন শুরু হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আখতার আহমেদ বলেন, “আগামী সপ্তাহেই রোডম্যাপ প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে এটি প্রণয়ন করা হয়েছে এবং এতে কী কী ধাপ অন্তর্ভুক্ত থাকবে, তা প্রকাশের দিনই জানানো হবে।” তিনি আরও জানান, কমিশন ইতোমধ্যে নির্বাচনী প্রক্রিয়ার নানা দিক নিয়ে কাজ করছে, যাতে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়। বিশেষ করে নিরাপত্তা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং প্রযুক্তি ব্যবহারের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা তৈরি হচ্ছে।
প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ইসি সচিব বলেন, “প্রবাসী ভোটের পদ্ধতি নিয়ে এখনো আলোচনা চলছে। এই বিষয়ে আরও গবেষণা ও পর্যালোচনার প্রয়োজন রয়েছে।” তিনি জানান, নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে ৩১৮টি আবেদন কমিশনে পৌঁছেছে, যা যাচাই-বাছাই প্রক্রিয়ায় রয়েছে। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ জনগণও নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে ঘিরে অপেক্ষায় রয়েছে, যা আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।