
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলার ঘটনা শনাক্ত হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৩ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জানানো হয়। এতে বলা হয়, এই ধরনের ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে জনমনে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হতে পারে, যা রাষ্ট্রীয় নিরাপত্তা ও সেনাবাহিনীর ভাবমূর্তির জন্য ক্ষতিকর।
আইএসপিআর জানায়, সেনাপ্রধানের কোনো ব্যক্তিগত ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নেই। ভবিষ্যতেও তিনি ব্যক্তিগতভাবে এ ধরনের কোনো অ্যাকাউন্ট পরিচালনার পরিকল্পনা করছেন না। জনগণকে অনুরোধ করা হয়েছে, সেনাপ্রধানের নামে পরিচালিত ভুয়া অ্যাকাউন্টগুলোর তথ্যপ্রচার থেকে বিরত থাকতে এবং এমন অ্যাকাউন্ট সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে।
সামরিক বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে। আইএসপিআর এ ধরনের কর্মকাণ্ডকে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সচেতন থাকার পাশাপাশি ভুয়া তথ্য প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।