মঙ্গলবার থেকে ডাকসুর নমিনেশন ফরম সংগ্রহ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম মঙ্গলবার (১২ আগস্ট) থেকে বিতরণ শুরু হবে, যা চলবে ১৮ আগস্ট পর্যন্ত। সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ আগস্ট দুপুর ৩টা পর্যন্ত।

চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ বা জমাদানের সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে আসা যাবে না। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এই বিধিনিষেধ কঠোরভাবে মানা হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিটি ডাকসুর মনোনয়ন ফরমের মূল্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সকল কার্যক্রম নির্ধারিত স্থানে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, নিয়ম মেনে প্রার্থীরা অংশগ্রহণ করলে নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *