
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কুলসুম সুমাইয়া (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে। নিহত সুমাইয়া সৌদি প্রবাসী ফয়সাল আহমদের মেয়ে। পুলিশ জানায়, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে তার সৎমা শিউলি আক্তার (২৫) কে গ্রেফতার করা হয়েছে এবং সোমবার (১১ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়া চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় সৎমা শিউলির সঙ্গে থাকত। শনিবার দুপুরে তুচ্ছ ঘটনায় সৎমা শিশুটিকে মারধর করেন এবং পরে গোসল করিয়ে ঘুম পাড়ান। বিকেলের দিকে শিশুটিকে মৃত অবস্থায় পেয়ে প্রবাসী স্বামীকে খবর দেন শিউলি। প্রথমে শিশুর মৃত্যুর খবর স্বাভাবিকভাবে জানানো হলেও, মরদেহ দাফনের জন্য গ্রামে নেওয়ার পর স্থানীয়রা তার গলায় ও কানে আঘাতের চিহ্ন দেখতে পান। সন্দেহ হলে তারা ৯৯৯-এ ফোন করেন এবং পুলিশ এসে তদন্ত শুরু করে।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান, প্রাথমিক তদন্তে শিশুটির গলা ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির দাদি মারজাহান বেগম বাদী হয়ে সৎমাকে আসামি করে একটি হত্যামামলা দায়ের করেছেন। আদালতে সোপর্দ করার পর বিচারক শিউলিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।