আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে বেছে নেবে, আশাবাদ তারেক রহমানের

আজ রোববার (১০ আগস্ট) দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়াল ভাষণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে বেছে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, বিগত ‘ফ্যাসিবাদী সরকার’ শুধু নির্বাচন ব্যবস্থা নয়, দেশের প্রায় সব খাত ধ্বংস করেছে এবং বিরোধী মত দমন করেছে নৃশংসভাবে। তবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হয়েছে, যা এসেছে হাজারো মানুষের প্রাণের বিনিময়ে।

তারেক রহমান উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে হাঁটছে এবং বিএনপি এই নির্বাচনে জয়ী হবে। তবে ক্ষমতায় গেলে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, যা দল ও জনগণকে একসাথে কাজ করেই অতিক্রম করা সম্ভব। তিনি প্রতিশ্রুতি দেন, জনরায়ে ক্ষমতায় এলে দেশকে নতুনভাবে গড়ে তোলা হবে, দক্ষ কর্মসংস্থান তৈরি করা হবে, শিক্ষার আলো সবার মাঝে পৌঁছে দেওয়া হবে এবং তরুণ প্রজন্মের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, বিএনপিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে এবং তাদের আস্থা অর্জন করতে হবে। পদ্মা ও অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও ঘোষণা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *