ক্যাম্পাসে রাজনীতির রুপ নিয়ে সবার সাথে চলবে আলোচনা: ঢাবি ভিসি

গত দেড় দশকে ছাত্র রাজনীতির নেতিবাচক কার্যক্রমে সাধারণ শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি জানান, এই পরিস্থিতিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির রূপ কেমন হবে, তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারাবাহিকভাবে সবার সঙ্গে আলোচনা করবে। রোববার (১০ আগস্ট) দুপুর সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচন নিয়ে আয়োজিত বৈঠকের দ্বিতীয় দিনে সক্রিয় ছাত্রসংগঠনগুলোকে আমন্ত্রণ জানানো হয়। বৈঠকের আগে ভিসি বলেন, সমঅধিকারের ভিত্তিতে সবাই যেন হলে শান্তিপূর্ণভাবে ডাকসু-কেন্দ্রিক কর্মসূচি চালাতে পারে, সে লক্ষ্যে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে রুদ্ধদ্বার আলোচনা শুরুর কিছুক্ষণের মধ্যেই ইসলামী ছাত্রশিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে সভা বর্জন করে বামপন্থী ছাত্রসংগঠনগুলো। তারা বাংলাদেশ ছাত্রশিবিরের বিরুদ্ধে গুপ্ত কার্যক্রমের অভিযোগ তোলেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সংগঠনটির অবস্থানের প্রতিবাদ জানান। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) জানায়, তারা আবাসিক হল ও একাডেমিক ক্ষেত্রে রাজনৈতিক কাঠামো চায় না। অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দাবি করে, ক্যাম্পাসে শিবিরের গোপন কার্যক্রম বন্ধ করে সবার মতামতের ভিত্তিতে ছাত্র রাজনীতির নতুন রূপরেখা দিতে হবে। সভায় ছাত্রশিবির সভাপতি এস এম ফরহাদ বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা উচিত, তবে এর ধরন নির্ধারণে শিক্ষার্থীদের ভোটাভুটি হতে পারে।

এর আগে, গত শুক্রবার (৮ আগস্ট) ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। পরের দিন শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য। এই প্রেক্ষাপটে শুরু হওয়া ধারাবাহিক আলোচনাকে অনেকেই ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার একটি সম্ভাব্য পথ হিসেবে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *