ঢাকার বাইরে ৩টি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্য মন্ত্রণালয়

রাজধানী ঢাকায় আর কোনো বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণে এবার বিদেশি অর্থায়নে ঢাকার বাইরে তিনটি বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টোরোডে শহীদ আবু সাইদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান। তিনি বলেন, “স্বাস্থ্যসেবা এখন কেবল শহরকেন্দ্রিক থাকবে না, গ্রাম ও মফস্বলেও এর সুফল পৌঁছাবে।”

তিনি আরও জানান, দেশের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে শক্তিশালী করার জন্য উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। উপজেলা, জেলা ও বিভাগীয় হাসপাতালকে রেফারেল সেন্টার হিসেবে গণ্য করা হবে। এর মাধ্যমে রোগীরা স্থানীয়ভাবে মানসম্মত চিকিৎসা পাবে, ঢাকামুখী চাপ কমবে এবং চিকিৎসা আরও সহজলভ্য হবে। “স্বাস্থ্যসেবার কাঠামো এখন কেন্দ্র থেকে প্রান্তে ছড়িয়ে দিতে হবে,” বলেন সায়েদুর রহমান।

স্বাস্থ্য উপদেষ্টাও এ সময় জানান, চলতি সেপ্টেম্বরের মধ্যেই ৩ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের কাজের প্রতি উৎসাহ দিতে বিশেষায়িত বেতন বোর্ড গঠনের একটি প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। এই পদক্ষেপের মাধ্যমে চিকিৎসকদের দক্ষতা ও মনোবল বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যখাতে দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *