
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের পর নয়, ভোটের আগেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচন যেন এই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হয়, সেটাই এখন সময়ের দাবি। বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র, শিক্ষক, জনতার অবদান ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তাঁর মতে, নির্বাচনের পর এই সনদ বাস্তবায়নের কোনো সুযোগ নেই, বরং এখনই তার বাস্তব রূপ দরকার।
গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, “জুলাই ঘোষণাপত্রে শিক্ষক ও ছাত্রদের অবদান যথাযথভাবে উল্লেখ করা হয়নি। এটা গণআন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।” তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঘোষণাপত্রটি যেন ছাত্র ও শিক্ষক সমাজের ত্যাগ-তিতিক্ষার স্বীকৃতি বহন করে।” এছাড়াও তিনি প্রশ্ন তুলেছেন, ঘোষণাপত্রটি একটি দলের একক চিন্তার প্রতিফলন কিনা, যা সর্বসম্মত প্রতিনিধিত্বের অভাব তুলে ধরে।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে জনগণের সঙ্গে প্রতারণা। তিনি স্পষ্ট করে বলেন, “ঘোষণাপত্রকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। তবে সেটি কার্যকর না করে নির্বাচন দিলে জনগণ আবারও প্রতারিত হবে।” দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় সকল পক্ষকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জুলাই সনদকে কেন্দ্রীয় ভিত্তি হিসেবে বিবেচনা করার পরামর্শও দেন তিনি।