
আগামী ছাব্বিশের ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করতে নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার (৬ আগস্ট) এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ চিঠি পাঠিয়ে, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এ চিঠির মাধ্যমে সরকারের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, আগামী বছর রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় এই চিঠি পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, দীর্ঘ ১৫ বছর পর দেশের মানুষ যেন মহা-আনন্দে ভোট দিতে পারে—সে লক্ষ্যেই অবিলম্বে নির্বাচনের সকল প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করা জরুরি। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াকে একটি উৎসবে পরিণত করতে চান তিনি।
চিঠিতে আরও বলা হয়েছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা হবে। নির্বাচন যেন শুধুমাত্র একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং একটি জাতীয় উৎসব হয়ে ওঠে—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। একইসঙ্গে নির্বাচন কমিশনকে যথাসময়ে নির্বাচনী রূপরেখা ও তফসিল ঘোষণার প্রস্তুতি নিতে আহ্বান জানানো হয়েছে।