পটুয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, বিএনপি-যুবদলের ৩ নেতা‌ গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জে সাংবাদিক সিয়াম রহমান হিমেল (২৫) এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৫ আগস্ট) রাতের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—উপজেলা বিএনপির সদস্য বদোরুদ্দৌজা জনি মুন্সী (৩৬), যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাসান সৌরভ মুন্সী (৩৫), এবং যুবদল সদস্য জাহিদ হাসান পরাগ মুন্সী (৪০)। বিষয়টি মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরে হিমেলকে বেপরোয়া মারধর করে একদল দুর্বৃত্ত। তাকে রক্ষা করতে আসা স্থানীয় কয়েকজনকেও মারধর করা হয়। গুরুতর আহত হিমেলসহ অন্যদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের আঙিনায়ও হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হলে পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পরে সাংবাদিক হিমেল বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে রাতেই যৌথ বাহিনী অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে, এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। থানার ওসি নজরুল ইসলাম জানান, “ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।” এই হামলার ঘটনায় সাংবাদিক মহল, মানবাধিকার সংগঠন ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *