
চট্টগ্রাম, ২৫ মে ২০২৫: “রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকাই স্বাভাবিক, তবে সংকটকালে জাতি ঐক্যবদ্ধ হয়—এটাই আমাদের জাতীয় চরিত্র।”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
রোববার (২৫ মে) সকালে চট্টগ্রাম নগরীতে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “দেশে যখনই বড় ধরনের সংকট দেখা দিয়েছে, তখন সব গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। বিভেদ থাকলেও সংকট মোকাবেলায় আমাদের একত্রিত হওয়ার ঐতিহ্য রয়েছে।”
তিনি জানান, বর্তমান রাজনৈতিক অস্থিরতা থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টার কাছে দ্রুত বিচার, কাঠামোগত সংস্কার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।
এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার প্রসঙ্গ টেনে বলেন, “তারা কোনও দলের প্রতিনিধিত্ব করছেন না, বরং গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই দায়িত্ব পালন করছেন। অথচ তাদের নিয়ে দলীয় ট্যাগিং করা হচ্ছে, যা অনুচিত।”
সভায় এনসিপি নেতারা বলেন, জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং সুষ্ঠু নির্বাচন ছাড়া চলমান সংকট নিরসনের পথ খোলা নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর শ্রদ্ধা ও গঠনমূলক সংলাপের পরিবেশ সৃষ্টি করার উপরও গুরুত্বারোপ করা হয়।