প্রস্তাবিত বেশিরভাগ বিষয় জুলাই ঘোষণাপত্রে আসেনি: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই ঘোষণাপত্র পাঠের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, প্রস্তাবিত অধিকাংশ বিষয়ের অন্তর্ভুক্তি না থাকায় এই ঘোষণাপত্র পূর্ণতা পায়নি। তিনি জানান, দেশের বৃহৎ স্বার্থে ঘোষণাপত্রকে তিনি সাধুবাদ জানালেও বাস্তবায়ন ও আইনগত দিক নিয়ে সংশয় রয়ে গেছে। নুরের দাবি ছিল, “জুলাই সনদ স্বাক্ষরের পরই তা বাস্তবায়িত হবে,” কিন্তু বাস্তবায়নের দায়িত্ব ভবিষ্যৎ সংসদের ওপর ছেড়ে দেওয়ায় জনআকাঙ্ক্ষা এখন অনিশ্চয়তার মুখে।

নুর আরও বলেন, ঘোষণাপত্রে যে পরিমাণ ঐতিহাসিক বর্ণনা এসেছে, তা স্বাভাবিক কাঠামোর চেয়ে অনেক বেশি বিস্তৃত এবং মূল উদ্দেশ্য থেকে দৃষ্টি সরিয়ে দিতে পারে। তিনি মনে করেন, গত দেড় দশকের দমন-পীড়ন, গুম-খুন, কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রেক্ষাপট থেকেই ২০২৪ সালের জুলাই আন্দোলন একটি অভ্যুত্থানে রূপ নেয়— যা তরুণ সমাজকে জাগিয়ে তোলে। তাই এমন একটি মোড় পরিবর্তনকারী আন্দোলনের ঘোষণা যদি কার্যকর ও সুসংহত না হয়, তবে সেটি জনগণের আস্থার জায়গায় ধাক্কা দিতে পারে বলেও উদ্বেগ জানান তিনি।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার দুপুরে ২৮ দফা সম্বলিত জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। সেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন পর্যন্ত নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার উল্লেখ করা হয়। ঘোষণার সময় ইউনূসের পাশে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের গোলাম পরওয়ার, এনসিপির নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *