জুলাই গণঅভ্যুত্থান দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং সিলমোহর অবমুক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ঐতিহাসিক স্মারকচিহ্নগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এই উদ্যোগকে কেন্দ্র করে অভ্যুত্থানের স্মৃতি ও প্রেরণাকে স্থায়ীভাবে ধারণ করলো জাতীয় ডাক বিভাগ, যা নতুন প্রজন্মের সামনে আন্দোলনের চেতনাকে উন্মোচিত করবে।

স্মারক ডাকটিকিট ও সিলমোহর অবমুক্তির সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ডাকটিকিট শুধু একটি স্মারক নয়, বরং এটি হচ্ছে জনগণের রক্তস্নাত ইতিহাসের প্রতি রাষ্ট্রের আনুষ্ঠানিক শ্রদ্ধা।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য অধ্যায়। এই আন্দোলন গণতন্ত্র, ন্যায় ও সাম্যের সংগ্রামে জনগণের অবিস্মরণীয় অবদান। স্মারক ডাকটিকিট সেই ইতিহাসকে আজকের ও আগামী প্রজন্মের সামনে পৌঁছে দেবে।” তিনি আরও বলেন, এই ছোট্ট কাগজের টুকরো প্রতিটি চিঠির সাথে একটি বার্তা বহন করবে—স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম কখনো বৃথা যায় না। অনুষ্ঠানের শেষে উদ্বোধনী খামের একটি বিশেষ কপি তিনি নিজ হাতে স্বাক্ষর করেন, যা সংরক্ষণ করা হবে জাতীয় ডাক জাদুঘরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *