জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাতনামা ১১৪ জনের লাশ উত্তোলনের নির্দেশ

জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাতনামা শহীদদের পরিচয় শনাক্তে রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪টি লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. মাহিদুল ইসলাম আদালতে একটি আবেদন দাখিল করেন, যেখানে বলা হয়—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকায় নিহত এসব শহীদের অধিকাংশই এখনো অজ্ঞাতপরিচয়। তাদের মরদেহ শনাক্তের জন্য কবর থেকে উত্তোলন অপরিহার্য।

আবেদনে জানানো হয়, শহীদদের মরদেহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর থেকে উত্তোলন করে পোস্টমর্টেম, ডিএনএ নমুনা সংগ্রহ এবং পরবর্তী ডিএনএ প্রোফাইলিং করে পরিচয় নিশ্চিত করা হবে। এরপর আইনি কার্যক্রম শেষে, পরিবারের চাহিদা অনুযায়ী মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারার অধীনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত রায়ে আরও বলেন, এই শহীদদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। আদালতের আদেশের ফলে অবশেষে এক ঐতিহাসিক দায়বদ্ধতার পথে পদক্ষেপ নেওয়া শুরু হলো, যা শহীদ পরিবারগুলোর দীর্ঘদিনের অপেক্ষা ও বেদনার অবসান ঘটাতে পারে। সামাজিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যা শহীদদের প্রতি জাতির সম্মান প্রদর্শনের অন্যতম নিদর্শন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *