বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধেই জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্রপতি

জাতির রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, এটি ছিল বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার সম্মিলিত প্রতিরোধ। ৫ আগস্ট ‘ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সোমবার (৪ আগস্ট) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি বলেন, এই অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, লুটপাট, গুম-খুন, অপহরণ, ভোটাধিকার হরণসহ সব অন্যায়ের বিরুদ্ধে তরুণ সমাজ ও সাধারণ জনগণের ক্ষোভের বিস্ফোরণ। এর লক্ষ্য ছিল ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা।

রাষ্ট্রপতি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ঐক্যবদ্ধ ছাত্র-শ্রমিক-জনতার বিজয়ের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়। এই অর্জনের বর্ষপূর্তিতে তিনি দেশের মুক্তিকামী জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সেই অভ্যুত্থানে শহীদ হওয়া সকল যোদ্ধাকে, যারা দেশকে স্বৈরাচারমুক্ত করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন। আহত, দৃষ্টিশক্তি হারানো ও পঙ্গুত্ব বরণ করা সাহসী যোদ্ধাদের অবদানকেও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন রাষ্ট্রপ্রধান। শহীদদের পরিবার ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করাকে রাষ্ট্রের পবিত্র দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময় থেকে বাংলাদেশ একটি ব্যাপকভিত্তিক রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সংস্কারের মাধ্যমে গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়িত হবে এবং একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে। তিনি ৫ আগস্ট পালিতব্য সকল কর্মসূচির সফলতা কামনা করেন এবং দেশের জনগণের ঐক্য ও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *